logo
আপডেট : ৩০ অক্টোবর, ২০২৪ ১৯:৪৯
ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
ফেনী প্রতিনিধি

ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে 'বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি' এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বিদ্যালয় প্রাঙ্গনে বুধবার (৩০ অক্টোবর)অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ফেনী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা।

এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ফেনী জেলা শাখার সভাপতি ফারুক আহমদ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক জাফর উল্লাহ। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।

উল্লেখ্য যে, মেলায় ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীরা মোট আটটি প্রজেক্ট উপস্থাপন করে। প্রজেক্টে শিক্ষার্থীরা প্রযুক্তিগত উন্নয়ন প্রদর্শন করেছে। শিক্ষার্থীদের সৃষ্টিশীলতা ও গবেষণাধর্মী মনোভাবের মাধ্যমে আধুনিক প্রযুক্তি নিয়ে উন্নত ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সমাধান তুলে ধরেছে।

মেলা পরিদর্শন শেষে প্রধান অতিথি বলেন, "এই ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করার জন্য এ ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয়।"