logo
আপডেট : ৩০ অক্টোবর, ২০২৪ ১৯:৪৪
শেরপুরে মাদকদ্রব্যসহ দুই নারী গ্রেফতার
শেরপুর প্রতিনিধি

শেরপুরে মাদকদ্রব্যসহ দুই নারী গ্রেফতার

শেরপুরে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবা ও বিভিন্ন মাদকদ্রব্য, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। (৩০ অক্টোবর)  বুধবার দুপুরে সদর উপজেলার মুন্সীরচর পশ্চিমপাড়া গ্রামে ওই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার মুন্সীরচর পশ্চিমপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী বাবুল মিয়ার স্ত্রী কাকলী বেগম (৩২) ও তার শ্যালিকা জামালপুরের সরিষাবাড়ীর কাবিল মিয়ার মেয়ে মোছা. কাকন (২৮)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এ সব তথ্য জানানো হয়।

সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর পশ্চিমপাড়া এলাকার মাদক ব্যবসায়ী বাবুল মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। ওই সময় তার ঘরে ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৪৬০ পিস ইয়াবা, ২৮ গ্রাম হেরোইনসহ মদ ও বিয়ার উদ্ধার করা হয়। একইসাথে দেশীয় ধারালো অস্ত্র ও মাদক বিক্রির নগদ সাড়ে ৪ লাখ টাকা উদ্ধার করা হয়। ওইসময় মাদক ব্যবসায়ী বাবুলের স্ত্রী কাকলী বেগম ও তার শ্যালিকা মোছা. কাকনকে গ্রেফতার করা হয়। তবে কৌশলে আগেই পালিয়ে যায় বাবুল মিয়া। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা।

ওই ঘটনায় দুইজনকে শেরপুর সদর থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অভিযানকালে বাংলাদেশ সেনাবাহিনীর ১৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল হাসান হাফিজুল হক, সেনাবাহিনীর শেরপুর জেলা ক্যাম্প কমান্ডার মেজর তাউসিফ বিন হাসান, ক্যাপ্টেন মো. নাহিয়ান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।