logo
আপডেট : ১০ অক্টোবর, ২০২৪ ১৬:৩৩
ফতুল্লায় যুবলীগ নেতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফতুল্লায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ফতুল্লায় যুবলীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমত উল্লাহ আজমতকে (৫০) গ্রেপ্তারের পর ফতুল্লা মডেল থানায় সোপর্দ করেছে র‌্যাব-১১’র সদস্যরা। গ্রেপ্তারকৃত আজমত উল্লাহ আজমত ফতুল্লা মডেল থানার কাঠেরপুল এলাকার মৃত কালু ড্রাইভারের পুত্র।

গত সোমবার রাজধানী ঢাকার ধানমন্ডির একটি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, ঢাকা থেকে সোমবার রাতে আজমত উল্লাহকে গ্রেপ্তার করে দিবাগত রাত তিনটার দিকে তাকে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করে র‌্যাব-১১’র সদস্যরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর গুলি বর্ষণসহ হত্যার ঘটনায় ফতুল্লা মডেল থানায় আজমতের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তিনি আরো জানান, ফতুল্লা থানায় আগস্ট মাসে ২২ তারিখে দায়ের করা ইব্রাহিম হত্যা মামলার ২২ নম্বর এজাহারনামীয় আসামি। সেই মামলায় মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে তার বিরুদ্ধে থাকা অন্য মামলাগুলোতে পরবর্তীতে শোন এরেস্ট দেখানো হবে।

 

ভোরের আকাশ/রন