logo
আপডেট : ৬ অক্টোবর, ২০২৪ ১৬:৫৮
তৃপ্তির 'মেরে মেহবুব' নাচে রেগে আগুন ভক্তেরা

তৃপ্তির 'মেরে মেহবুব' নাচে রেগে আগুন ভক্তেরা

তৃপ্তি দিমরি তাঁর আসন্ন ছবি 'ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিয়ো'-য় 'মেরে মেহবুব' গানে তার নাচের জন্য সমালোচনার সম্মুখীন হয়েছেন। আইটেম সং-এ তৃপ্তি এবং রাজকুমার রাওয়ের কেমিস্ট্রি চোখ ধাঁধানো। ছবিতে গণেশ আচার্য কোরিওগ্রাফি করেছেন। যদিও তৃপ্তির এই ধরনের নাচ একেবারেই পছন্দ হয়নি নেটিজ়েনদের। গানের এক স্টেপে তৃপ্তিকে মেঝেতে শুয়ে কোমর দোলাতে দেখা গিয়েছে। এরপরই তার সারা শরীর কাঁপতে থাকে। এই স্টেপের জন্য অভিনেত্রী এবং কোরিওগ্রাফার দু'জনে ভীষণভাবে সমালোচিত নেটদুনিয়ায়।

কেউবা বলছেন, তৃপ্তি একজন অত্যন্ত খারাপ নৃত্যশিল্পী। তাই কোরিওগ্রাফারকেও বয়কট করা হোক। ভয়ানক কিছু দৃশ্য দেখানো হয়েছে। কারও মতে, এটা কিভাবে বাড়ির লোকের সামনে বসে দেখব? আরশোলা তাড়ানোর স্প্রে করতে হবে। এবং এর থেকে দূরে থাকুন।

তৃপ্তির নাচ দেখে ক্ষুব্ধ ভক্তেরা

একজন ব্যক্তি এমনকী এও বলেছেন, ‘এটা অপমানজনক। একটা নাচের জন্য এত সমালোচনা!’ কারও মতে আবার, কোরিওগ্রাফারের জন্য নাচ যেমন হওয়ার হয়েছে। তিনি গ্রিন সিগন্যাল দিয়েছেন বলেই হয়েছে। তারা তৃপ্তিকে যাই বলুক না কেন, কখনওই অ্যানিম্যাল ছবিটিকে ভুলে গেলে চলবে না।

রাজকুমার রাও এবং তৃপ্তি দিমরির প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার। সম্প্রতি, ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ায় ছবিটি নিয়ে ভক্তদের আগ্রহও বেড়েছে। টিজ়ারটি আমাদের নয়ের দশকের নস্ট্যালজিয়ায় ভরিয়ে তোলে এবং ছবিটি ৯৭ শতাংশ পরিবার-ভিত্তিক এবং ৩ শতাংশ কারও অন্যরকম লাগতে পারে।

'ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিয়ো' ভূষণ কুমারের টি-সিরিজ় নির্মিত একটি সিনেমা। ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। 'স্ত্রী ২'-এ রাজকুমার রাও-এর সঙ্গে কাজ করার পর, শ্রদ্ধা কাপুরের থেকে প্রত্যাশা অনেকটা বেড়েছে ভক্তদের। তৃপ্তিকে শেষ দেখা গিয়েছিল ভিকি কৌশল এবং অ্যামি ভির্কের সঙ্গে 'ব্যাড নিউজ'-এ।

 

ভোরের আকাশ/রন