logo
আপডেট : ২৫ মে, ২০২৩ ১৩:৩৩
শিক্ষার্থীর পড়াশোনায় অভিভাবকদের যত্নশীল হতে হবে: হুইপ গিনি
গাইবান্ধা প্রতিনিধি

শিক্ষার্থীর পড়াশোনায় অভিভাবকদের যত্নশীল হতে হবে: হুইপ গিনি

জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, সন্তানদের পড়াশোনায় শুধু শিক্ষকদের ওপর নির্বশীল হলে চলবেনা। অভিভাবকদেরও শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি বেশী বেশী যত্নশীল হতে হবে।

 

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার রহমতপুর এমএম উচ্চ বিদ্যালয় ও রহমতপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে এক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেন, আজকের এই অভিভাবক সমাবেশের মাধ্যমে অভিভাবকদের চিন্তা-চেতনা, পরামর্শ নিয়ে বিদ্যালয় শিক্ষকদের শিক্ষার মানোন্নয়নে সচেষ্ট থাকবেন।

 

রহমতপুর এমএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট আহসানুল করিম লাছুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ইউপি চেয়ারম্যান মোসাব্বির হোসেন, ইউনিয়ন আওয়ামলীগের সাধারণ সম্পাদক আব্দুল্যা আল মামুন, রহমতপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহমুদা পারুল, প্রধান শিক্ষক রুহুল আমিন সরকার, বাদল চন্দ্র বর্মণ প্রমুখ।


এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক শাহরিয়াল এইচ বাপ্পি,সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়হান সরকার, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

 

ভোরের আকাশ/নি