logo
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২ ১৭:৫৫
কমছে তেল, চিনির দাম
নিজস্ব প্রতিবেদক

কমছে তেল, চিনির দাম

ঢাকা: বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সুপারিশের ভিত্তিতে পাম সুপার (খোলা) তেল, পরিশোধিত খোলা চিনি এবং পরিশোধিত প্যাকট চিনির দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আগামী ২৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

 

সূত্র জানিয়েছে- প্রতি লিটার পাম সুপার খোলা তেল সর্বোচ্চ খুচরা মূল্য ১৩৩ টাকা, যা বর্তমান বাজারে খুচরা বিক্রি হচ্ছে ১৪৫ টাকা। নতুন দামে পরিবেশক পর্যায়ে মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা এবং মিলগেট মূল্য ১২৮ টাকা।

 

এছাড়া পরিশোধিত খোলা চিনি প্রতি কেজি মিলগেটে ৭৯ টাকা, যা বর্তমান বাজারে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন দামে পরিবেশক পর্যায়ে ৮১ টাকা এবং খুচরা পর্যায়ে ৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

একইভাবে পরিশোধিত প্যাকেট চিনি প্রতি কেজি মিলগেট মূল্য ৮২ টাকা, পরিবেশক মূল্য ৮৪ টাকা এবং সর্বোচ্চ খুচরা মূল্য ৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজারে প্রতি কেজি প্যাকেট চিনি বিক্রি হচ্ছে ৯৫ টাকায়। 

 

এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

 

ভোরের আকাশ/জেএস/