logo
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২২ ১৭:৪৩
ওয়াসার এমডি ছুটিতে, ৬ সপ্তার দায়িত্ব পেল সহিদ
নিজস্ব প্রতিবেদক

ওয়াসার এমডি ছুটিতে, ৬ সপ্তার দায়িত্ব পেল সহিদ

আলোচিত এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে বসে অফিস করার অনুমতি পাননি। তবে যুক্তরাষ্ট্রে সফরকালে ৬ সপ্তাহের ছুটি পেয়েছেন তিনি। এসময় সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) এ কে এম সহিদ উদ্দিন নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এমডির দায়িত্ব পালন করবেন। স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ শাখা সূত্রে এ তথ্য জানা গেছে, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত অথবা যাত্রার তারিখ থেকে ৬ সপ্তাহের জন্য তিনি যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন।

 

সূত্র জানিয়েছে- ওয়াসার এমডি নিজ উদ্যোগে ছুটির আবেদন করেছেন। যা ঢাকা ওয়াসা পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে হয়েছে।

 

জানা গেছে, তাকসিম এ খান গত ৭ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগে যুক্তরাষ্ট্র সফরের অনুমতি চেয়ে দরখাস্ত করেন। এসময তিনি অন্য কাউকে এমডির দায়িত্ব না দিয়ে বিদেশে থেকে অফিস করার অনুমতি চান। এ আবেদন নাকচ করে দিয়েছিল ঢাকা ওয়াসা বোর্ড।