-->

করোনায় দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
 করোনায় দুইজনের মৃত্যু

দীর্ঘদিন পর দেশে করোনায় আরো দুইজনের মৃত্যু খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এনিয়ে দেশে করোনায় ২৯ হাজার ৪৪৮ জনের মৃত্যুর খবর জানানো অধিদপ্তর। 

 

বৃহস্পতিবার সকাল ৮ থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ২০ লাখ ৩৯ হাজার ৫০৬ জনের করোনা শনাক্তের কথা জানালো স্বাস্থ্য অধিদপ্তর।

 

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃতদের মধ্যে একজন নারী একজন পুরুষ। দুইজনেরই বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে।  

 

বিজ্ঞপ্তিতে জানানো হয় , ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ জন। এনিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৩১৩ জন।

 

২৪ ঘণ্টায় ১ হাজার ৫০৯টি নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয় ১ হাজার ৫১৫টি নুমনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।

 

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version