-->

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৮৪ জন

নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৮৪ জন

ডেঙ্গু আক্রান্ত হয়েছে একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ জন। এরমধ্যে ঢাকায় ৬১ জন এবং ঢাকার বাইরে ২৩ জন।

 

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

কন্ট্রোল রুম জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালে ২৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকায় ২০৭ জন এবং ঢাকার বাইরে ৩৯ জন।

 

চলতি বছরে  ১ হাজার ৯২৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এরমধ্যে ১ হাজার ৬৬৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

 

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৩ জনের।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version