-->

ঢামেকের ছাদে জন্মদিন পালন, ব্যাখ্যা চেয়ে কারিমা-আনিসুরকে চিঠি

নিজস্ব প্রতিবেদক
ঢামেকের ছাদে জন্মদিন পালন,  ব্যাখ্যা চেয়ে কারিমা-আনিসুরকে চিঠি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ছাদে জন্মদিন পালনের লিখিত ব্যাখ্যা চেয়ে ঢামেকের সেবা তত্ত্বাবধায়ক কারিমা খাতুন ও নার্সিং সুপারভাইজার (নি.বে) মো. আনিসুর রহমানকে চিঠি দিয়েছে ঢামেক কর্তপক্ষ।

 

গত ২৩ জানুয়ারি দেওয়া ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক স্বাক্ষরিত চিঠি জারির দুই দিনের মধ্যেই লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

জানা যায়, ২৩ জানুয়ারি অধিক সংখ্যক ডিউটিরত নার্সদের নিয়ে ঢামেকের ছাদে নার্সিং সুপারভাইজার (নি.বে) মো. আনিসুর রহমানের জন্মদিন পালন করা হয়। সেখানে সেবা তত্ত্বাবধায়ক কারিমা খাতুন উপস্থিত ছিলেন। অভিযোগ ওঠে তিনি ডিউটিরত নার্সদের ফোন করে ছাদে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নেন। ঘন্টাব্যাপী জন্মদিন পালনে হাসপাতালে সেবায় বিঘ্ন ঘটে। জন্মদিন পালনের ছবি স্যোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে অনেকেই নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এঘটনার পর পরই ঢামেক কর্তৃপক্ষ ব্যাখ্যা চেয়ে চিঠি দেয়।

 

সেবা তত্ত্বাবধায়ক কারিমা খাতুনকে দেওয়া চিঠিতে বলা হয়েছে- অভিযোগ পাওয়া যায় যে, ‘আপনি অদ্য ২৩/০১/২০২৩ ইং তারিখ বেলা ১১.০০ ঘটিকার সময় হাসপাতালের অভ্যন্তরে এক ব্যক্তিগত অনুষ্ঠানে উপস্থিত হন এবং হাসপাতালের কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে হাসপাতালের অভ্যন্তরে অধিক সংখ্যক ডিউটিরত নার্সদের নিয়ে ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজনে আপনার অংশগ্রহণ করতে দেখা যায়। এর ফলে হাসপাতালের নার্সিং সেবার কার্যক্রমে রোগীদের চিকিৎসা সেবা, তদারকিসহ বিভিন্ন ধরণের প্রশাসনিক কাজে জটিলতার সৃষ্টি হয়। এধরনের কার্যকলাপ সরকারী চাকুরী বিধির পরিপহ্নি।’

 

‘এমতাবস্থায়, এ বিষয়ে লিখিত ব্যাখ্যার জবাব পত্র জারীর দুই দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী কার্যালয়ে দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

 

নার্সিং সুপারভাইজার (নি.বে) মো. আনিসুর রহমানকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ‘আপনি অদ্য ২৩/০১/২০২৩ তারিখ বেলা ১১ টায় হাসপাতালের অভ্যন্তরে জন্মদিনের অনুষ্ঠান পালন করেন মর্মে তথ্য পাওয়া যায়। হাসপাতালের কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে হাসপাতালের অভ্যন্তরে অধিক সংখ্যক ডিউটিরত নার্সদের নিয়ে এধরণের জন্মদিনের অনুষ্ঠান অপরাধ এবং বিধি বিধানের পরিপহ্নি। এর ফলে আপনার দায়িত্ব পালনসহ হাসপাতালের নার্সিং সেবার কার্যক্রমে রোগীদের চিকিৎসা সেবা এবং প্রশাসনিক কাজে জটিলতার সৃষ্টি হয়। এধরনের কার্যকলাপ সরকারী চাকুরী বিধির পরিপহ্নি।’

 

‘এমতাবস্থায়, এ বিষয়ে লিখিত ব্যাখ্যার জবাব পত্র জারীর ০২ (দুই) দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী কার্যালয়ে দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

 

নানা ধরনের অভিযোগ রয়েছে আনিসুল-কারিমার বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নার্স বলেন, কতটা প্রভাবশালী হলে তারপর হাসপাতালের ছাদে নার্সদের ডেকে নিয়ে জন্মদিন করে, তা বুঝতে হবে। আনিসুর রহমান ও কারিমা খাতুন সিন্ডিকিটের কাছে নার্সদের অনেকেই জিম্মি। এসব বিষয়ে ব্যবস্থা না নিয়ে ঢামেকের নার্সরা শিগগিরই কঠোর কর্মসূচিতে যাবে।

 

আরেক নার্স বলেন, আনিসুর রহমানের হবিগঞ্জের আজমেরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। কিন্তু সেখানে সে যায়নি । বদলির বিরুদ্ধে মামলা করেন। তাহলে বোঝেন, এখানে কেন থাকতে চায়। ঢামেকে কত মধু!

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version