-->

স্বাস্থ্যখাতের উন্নয়নে কোরিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক

নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্যখাতের উন্নয়নে কোরিয়া-বাংলাদেশ
 দ্বিপাক্ষিক বৈঠক

কোরিয়ান জাতীয় সংসদের সাংসদ মিজ জুং চু সু (Ms. Jung Choun Soon) এর সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ বৈঠক হয়।

 

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রীর সাথে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। কোরিয়ান সাংসদের সাথে কোরিয়ান সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

বৈঠকে কোরিয়ান সাংসদ মিজ জং চু সু করোনা মোকাবিলায় বাংলাদেশের স্বাস্থ্যখাতের নেয়া নানা উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশের হাসপাতালগুলোতে অধিক সংখ্যক মানুষের স্বাস্থ্যসেবা দানের অভিজ্ঞতা কোরিয়ায় কাজে লাগাতে আগ্রহ প্রকাশ করেন।

 

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী কোরিয়ায় বর্তমানে বাংলাদেশের বহু মানুষ কর্মরত রয়েছেন এবং তারা সেখানে সুনামের সাথে বসবাস করছেন বলে উল্লেখ করেন। স্বাস্থ্যমন্ত্রী কোরিয়া বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র বলেও উল্লেখ করেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাংলাদেশের হাসপাতালগুলোকে আধুনিক ও উন্নতমানের করতে কোরিয়া সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং কোরিয়ায় বাংলাদেশ থেকে নার্স, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী প্রেরণে আগ্রহ দেখান। 

  

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version