-->

করোনায় চারজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
করোনায় চারজনের মৃত্যু

ঢাকা: দেশে একদিনে করোনায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এনিয়ে এ পর্যন্ত দেশে ২৯ হাজার ৩৫১ জনের মৃত্যুর খবর দিলো স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮ টা থেকে তার আগের ২৪ ঘন্টায় ২ হাজার ৬৬৮ জনের নমুনা পরীক্ষায় ৩৫০ জনের করোনা শনান্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ১২ তে নেমেছে। 

এর আগের দিন শনাক্ত ছিলো ১৫ দশমিক ৩৮। আগের দিনে মৃত্যু হয়েছিলো একজনের। সেই তুলনায় শনাক্তের হার কমলেও মৃত্যু বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃত চারজনের মধ্যে তিনজন পুরুষ। একজন নারী। চট্টগ্রাম ও রাজশহীতে একজন করে এবং সিলেটে দুইজনের মৃত্যু হয়েছে। 

একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, একজনের ৪১ থেকে ৫০ বছর, একজনের ৬১ থেকে ৭০ বছর এবং একজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে।

মৃতদের তিনজন সরকারী হাসপাতালে এবং একজন বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ২১ হাজার ১১৮ জনের। 

২৪ ঘন্টায় শনাক্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৫০ জন। এনিয়ে এ পর্যন্ত ১৯ লাখ ৬২ হাজার ৫১৪ জন সুস্থ হয়েছেন।

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version