-->

কুয়েত পৌঁছেছে বাংলাদেশি নার্সদের প্রথম দল

কূটনৈতিক প্রতিবেদক
কুয়েত পৌঁছেছে বাংলাদেশি নার্সদের প্রথম দল
রোববার (১৯ জুন) সকাল ৭টায় এবং ১০টায় জাজিরা এয়ারওয়েজের আলাদা দুটি ফ্লাইটে নারী- পুরুষ মিলে মোট ৫০ জন নার্স দেশটি পৌঁছান।

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দেশটির বিভিন্ন সরকারি হাসপাতালে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশি নার্সদের প্রথম দল কুয়েত পৌঁছেছে। বিমানবন্দরে তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান।

রোববার (১৯ জুন) সকাল ৭টায় এবং ১০টায় জাজিরা এয়ারওয়েজের আলাদা দুটি ফ্লাইটে নারী- পুরুষ মিলে মোট ৫০ জন নার্স দেশটি পৌঁছান।

কুয়েতে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়ে বলেছে, এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা ও নিয়োগকারী প্রতিষ্ঠানের দায়িত্বশীল প্রতিনিধিরা।

বাংলাদেশ থেকে ১১শ নার্স নেওয়ায় কুয়েতের দুটি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। পর্যায়ক্রমে ১০৫০জন নার্স দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান বলেছেন, কুয়েতের শিক্ষা, স্বাস্থ্য, প্রকৌশলীসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে প্রচুর জনশক্তির চাহিদা রয়েছে। আগামীতে এসব পেশা ছাড়াও অন্যান্য পেশায় বাংলাদেশিদের সুযোগ ও সম্ভাবনা তৈরি হবে।

মন্তব্য

Beta version