-->
শিরোনাম

“শেষের কবিতার অমিত হচ্ছেন পরমব্রত চ্যাটার্জি, লাবন্য হচ্ছেন ডা. শ্রেয়া সেন"

বিনোদন ডেস্ক

“শেষের কবিতার অমিত হচ্ছেন পরমব্রত চ্যাটার্জি, লাবন্য হচ্ছেন ডা. শ্রেয়া সেন
ছবি-সংগৃহীত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যধর্মী উপন্যাস ‘শেষের কবিতা’নিয়ে ওপার বাংলায় সিনেমার পর এইবার এপার বাংলায় তৈরী হচ্ছে আলোকচিত্র। বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ফওজিয়া জাহানের নির্দেশনায় ফটোস্টোরিতে তুলে ধরা হবে অমিত- লাবণ্যর প্রেমকাব্য ও বিরহগাঁথা।

ফওজিয়া বলেন,‘আশা করছি একদম ভিন্নধর্মী একটি কাজ দুই বাংলার দর্শক কে উপহার দিব’। অমিত চরিত্রে দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। পাশাপাশি লাবন্য চরিত্রে অভিনয় করবেন এপার বাংলার মডেল শ্রেয়া সেন। পেশায় একজন প্রাকটিসিং চিকিৎসক এবং বাংলাদেশের পিজি হাসপাতালে ফরেন্সিক মেডিসিনের M.D resident হলেও মনে লালন করেন সংস্কৃতি চর্চা, একজন প্রফেশনাল আবৃত্তিকারও তিনি।

আর তাই তো একজন চিকিৎসকের কর্মজীবন ও শত ব্যস্ততার ফাঁকেও এই ফটোস্টোরিতে নিজেকে যুক্ত করতে পারা অসীম সৌভাগ্য মনে করছেন তিনি। দুই বাংলার ও পাশ্চাত্যের অসংখ্য সাহিত্যিক এর অনেক লেখনী শ্রেয়ার অনুবাদ করা ও সাহিত্য নির্ভর অনেক ডকুমেনটারীতে তার অনেক কাজ আছে। বাংলাদেশ সরকারের অনুদানে সংস্কৃতি মন্ত্রনালয়ের উদ্যেগে নির্মিত এই ফটোস্টোরিতে অংশগ্রহণ করেই নিজেকে খুব গর্বিত মনে করছেন শ্রেয়া সেন।

এক সাক্ষাতকারে জানান, ‘প্রতিটি বাঙালীর ঘরে ঘরে রবি ঠাকুর, নজরুল চিরচেনা নাম। রবি ঠাকুরের গল্প উপন্যাস ছোটবেলা থেকেই খুব টেনেছে আমায়। উনার নারী চরিত্র গুলো ভীষণ আধুনিক, সময়ের চেয়ে এগিয়ে। একজন সংস্কৃতিকর্মীর কাছে উনার সৃষ্ট নারী চরিত্রগুলো ভীষণ লোভনীয় হবে, আর তাই আমি যখন ফওজিয়ার কাছ থেকে শেষের কবিতা করার জন্য অফার পাই তখন সব ব্যস্ততার মাঝেও রাজি হয়ে যাই, আমার সব ব্যস্ততা,পরিশ্রম স্বার্থক হবে যদি কাজ টা ভালো হয়। ফওজিয়া খুব যত্ন করে এটি বানিয়েছে’।

ফটোস্টোরির মত নতুন ভাবনাকে স্বাগত জানিয়েছেন শ্রেয়া। সিনেমা, নাটক বা অডিও ভিজ্যুয়ালের পর নতুন কিছু দেখবে দর্শক, এমনটাই মনে করেন এই আলোকচিত্রের নায়িকা। পর্দার অমিত রুপী পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করার রসায়ন নিয়ে শ্রেয়া জানান, ‘ফওজিয়াই পরমব্রত দাকে এই চরিত্রে নির্বাচন করেন, এর আগে বাংলাদেশ থেকেই কাউকে নেয়ার চেষ্টা চলছিল, কিন্তু ব্যাটে বলে মিলেনি। সহশিল্পী হিসেবে পরমদা কে পেয়ে আমি ভীষণ খুশি। তিনি আমার খুব প্রিয় অভিনেতা পাশাপাশি বন্ধুবৎসল, তাঁর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। ‘অন্যদিকে পরমব্রত ও লাবন্য রূপী শ্রেয়া সেনের সঙ্গে কাজ করে আনন্দিত, পরমের মতে তাকে একদম রবি ঠাকুরের নায়িকাই মনে হয়েছে।’

পরম বলেন,‘Sreya did justice to this role. The full team tried their level best.’এছাড়া শোভনলাল চরিত্রে দেখা যাবে এ সময়ের জনপ্রিয় নাট্য অভিনেতা শাশ্বত দত্তকে। শাশ্বত ও দারুন আনন্দিত পরমব্রত ও শ্রেয়ার সাথে একদমই ভিন্নধর্মী একটি কাজ করে। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সি.বি. জামানের পুত্র সি.এফ.জামান এই প্রজেক্টে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে ছিলেন। তিনি আশা করছেন কাজটি দারুন জনপ্রিয়তা পাবে।

আসছে ২৫ শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী তে এই ফটোস্টোরিটি প্রকাশ করা হবে। পুরো টিম আশা করছে -দেশের সকল সংস্কৃতিপ্রেমীদের এই ভিন্ন প্রয়াস ভালো লাগবে।

ভোরের আকাশ/ ইস

মন্তব্য

Beta version