-->

এবার হিন্দি নিয়ে আসছেন ড. মাহফুজুর রহমান

বিনোদন ডেস্ক
এবার হিন্দি নিয়ে আসছেন ড. মাহফুজুর রহমান

ঈদে ড. মাহফুজুর রহমানের গান মানেই শ্রোতাদের বাড়তি আগ্রহ। বিগত কয়েক বছর ধরে এমনটাই চিত্র। ইতিবাচক-নেতিবাচক, আলোচনা-সমালোচনার মধ্যদিয়ে তাঁর গান বাড়তি মাত্রা যোগ করে শ্রোতাদের মাঝে। প্রতিবছরের মতো এবারও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন তিনি। থাকছে বিশেষ একক সংগীতানুষ্ঠান। গাইবেন ১০টি গান। এটিএন বাংলা’র পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

জানা গেছে, ইতিমধ্যেই নতুন গানের শুটিং সম্পন্ন। এবারের অনুষ্ঠানে বাংলার পাশাপাশি বেশ কিছু হিন্দি গান গাইবেন তিনি।

 

কথা-সুরে আইয়ুব বাচ্চু, কণ্ঠে রফিকুল আলমকথা-সুরে আইয়ুব বাচ্চু, কণ্ঠে রফিকুল আলম এদিকে, বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান বরাবরই তার এক গানের অনুষ্ঠানে নানা চমক রাখেন।

 

গত বছর তিনি গজল সম্রাট ও পাকিস্তানের গজল গায়ক মেহেদী হাসানের ‘প্যায়ার ভারে দো শার্মিলে ন্যান’, ‘রাফতা রাফতা’ গেয়ে শোনান। এবারও তেমন কিছু কালজয়ী গান শোনা যাবে তাঁর কণ্ঠে।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version