-->
শিরোনাম

তানজিন তিশার আত্মহত্যার চেষ্টা

বিনোদন ডেস্ক
তানজিন তিশার আত্মহত্যার চেষ্টা

বাংলাদেশের জনপ্রিয় অভিনয় শিল্পী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন।

 

গত ১৫ নভেম্বর দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ নিজ বাসায়, ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ।

 

জানা গেছে- গুরুতর অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার স্টমাক ওয়াস শেষে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয় ।

 

এ খবর ছড়িয়ে পড়লে নানা রকমের গুঞ্জন শোনা যাচেছ।

 

তিশার এক ঘনিষ্ট সূত্রে জানা গেছে, তিশার সঙ্গে অভিনেতা মুশফিক ফারহান নাকি প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি তাদের মধ্যে মান অভিমান চলছে।  সম্প্রতি ফারহানের উত্তরার বাসায় যান তিশা। সেখানে কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয় । তারপরই নিজের বাসায় এসে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

 

অথচ কিছুদিন আগেও হুমায়রা হিমুর আত্মহত্যার পর গনমাধ্যমকে তার মন্তব্য জানায়, সেখানে তিনি বলেন মিডিয়ার মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি- এটা ভাবা ভুল। এটি যে শুধু আমাদের শোবিজ অঙ্গনে ঘটছে না বরং সারা দেশে এর প্রভাব আছে । কিন্তু সবার চোখ শুধু মিডিয়ার দিকেই পড়ে থাকে ।

 

অথচ এই মন্তব্য রাখার কয়েকদিনের মাথায় এবার নিজেই সেই একই চেষ্টা করলেন ।

 

এ বিষয়ে জানতে মুশফিক ফারহানকে কয়েকবার কল করা হলেও সাড়া মিলেনি ।  এখন ভক্তদের মনে প্রশ্ন, তিশা কেন এই পদক্ষেপ নিয়েছেন? যার উত্তর কেবল তারাই বলতে পারবেন।

 

উল্লেখ্য, মুশফিক ফারহানের আগেও তিনি শোবিজ অঙ্গনে একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন।

 

ভোরের আকাশ/ 

মন্তব্য

Beta version