-->
শিরোনাম
জবি নীলদলের নতুন কমিটি ঘোষণা

জবি নীলদলের নেতৃত্বে অধ্যাপক ছিদ্দিকুর ও মনিরুজ্জামান

সোহানুর রহমান, জবি প্রতিনিধি
জবি নীলদলের নেতৃত্বে অধ্যাপক ছিদ্দিকুর ও মনিরুজ্জামান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো: ছিদ্দিকুর রহমান সভাপতি এবং ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো: মনিরুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

সোমবার (২ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল কার্যনির্বাহী পর্ষদ নির্বাচন ২০২৩-এ কোন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল-এর গঠনতন্ত্রের ৬নং ধারা অনুযায়ী নিম্নলিখিত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো।

 

কমিটির অন্যরা হলেন সহসভাপতি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন, কোষাধক্ষ্য নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মহসীন রেজা, প্রচার সম্পাদক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাঃ খালেদ সাইফুল্লাহ।

 

এছাড়াও সদস্য হিসেবে আছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ শওকত জাহাঙ্গীর, সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. ঝুমুর আহমেদ, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ আমিনুল ইসলাম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলাম ও সুমন কুমার মজুমদার

 

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মনিরুজ্জামান বলেন, 'বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল। আমাদের নতুন কমিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে সহয়তা করবে। শিক্ষকদের বিষয়গুলো তুলে ধরতে কাজ করবে।'

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version