-->

একমাসের মধ্যে বকেয়া উপবৃত্তি পাবে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
একমাসের মধ্যে বকেয়া উপবৃত্তি পাবে শিক্ষার্থীরা

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহম্মদ বলেছেন, আমরা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের যোগাযোগ আশানুরূপ হয়েছে। আশা করছি একমাসের মধ্যে শিক্ষার্থীরা বকেয়া উপবৃত্তির টাকা পেয়ে যাবে।

 

আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তির ফল প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

 

সচিব বলেন, প্রাথমিকের পঞ্চম শ্রেণিতে ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এরমধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

 

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তি পাবে।

 

প্রতিমন্ত্রী জানান, ট্যালেন্টপুলে বৃত্তির ক্ষেত্রে উপজেলাভিত্তিক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যার ভিত্তিতে মোট বৃত্তির ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রীদের মধ্য জেন্ডারভিত্তিক মেধা অনুসারে দেওয়া হবে।

 

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে পাবে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version