-->

দেশজুড়ে বই উৎসব

নিজস্ব প্রতিবেদক
দেশজুড়ে বই উৎসব

নানা কারণে এবার বিনামূল্যের পাঠ্যবই সরবরাহ নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে সব সংকট কাটিয়ে বছরের প্রথম দিনই নতুন বই হাতে পেয়েছে শিক্ষার্থীরা। গতকাল রোববার ২০২৩ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবই বিতরণ উৎসব শুরু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:

 

মেহেরপুর: মেহেরপুরের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে বই উৎসব। গতকাল রোববার সকাল সাড়ে ১০ টার সময় মুজিবনগর উপজেলার রামনগর সরকারী প্রাথিমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান। এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নিবাহী কমকর্তা অনিবেশ বিশ^াস, জেলা শিক্ষা অফিসার ভূপেশ চন্দ্র রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলাউদ্দিন। এদিকে বই উৎসব শুরু হলেও পুরো বই পাননি ছাত্র-ছাত্রীরা। প্রাথমিক পর্যায়ে মিলেছে বাংলা ও ইংরাজির বই।

 

আর মাধ্যমিক বিদ্যালয়ে মিলেছে একটি করে বই। আবার কোথাও কোথাও ষষ্ট শ্রেণির ছাত্র-ছাত্রীরা বই-ই পাননি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। দ্রুত বই না পেলে পড়া-লেখার ব্যাঘাত ঘটার সম্ভবনা রয়েছে বলে জানান তারা। পাশাপাশি দ্রুত বই পাওয়ার আবেদন জানিয়েছেন।

 

রোববার একটি করে বই দিলেও আগামী কয়েকদিনের মধ্যে ছাত্র-ছাত্রীদের হাতে বই পৌঁছে যাবে বলে দাবি শিক্ষকদের। অন্যদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দাবি ৭৫ ভাগ বই জেলায় পৌঁছে গেছে। বাকি বই দুই একদিনের মধ্যে পৌঁছে যাবে। জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান বলেন, আগামী ১৫ জানুয়ারীর মধ্যে প্রতিটি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা বই পেয়ে যাবেন।

 

পঞ্চগড়: পঞ্চগড়ে নূরানী প্রদর্শনী, বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার সরকারপাড়া ইসলামী একাডেমী মাদরাসায় এই নূরানী প্রদর্শনী, বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অব. শিক্ষক ক্বারী সাহার উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফায়েল প্রধান।

 

এসময় উপস্থিত ছিলেন, মাদরাসাটির পরিচালক মো. হয়রত আলী, সহ-সভাপতি সফিউল আলম, উপাধ্যক্ষ রবিউল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তৌহিদ বিডিআর সহ অনেকে।

 

মাগুরা: মাগুরায় প্রাথমিক মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ উৎসব উদ্বোধন হয়েছে। রোববার সকাল দশটায় মাগুরা পারনান্দুয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন মাগুরায়-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর। জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এস এম সিরাজউদ্দৌহা, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের বাবলু, মুন্সি রেজাউল ইসলাম।

 

মাগুরা জেলায় এ বছর মোট ৫০৩ টি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি মিলে ২৫৯ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে একযোগে এ বই বিতরণ করা হচ্ছে। জেলা শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস মাগুরা এ বই বিতরণ উৎসবের আয়োজন করে।

 

চাঁদপুর: সারা দেশের ন্যায় চাঁদপুরেও বছরের প্রথম দিনে বই হাতে পেয়েছে শিক্ষার্থীরা। এ উপলক্ষে গতকাল রোববার সকাল ১০টায় চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বই উৎসবের আয়োজন করা হয়। বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক কামরুল হাসান।

 

পরে জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। জেলায় এ বছরের প্রথম দিন নতুন বই পাচ্ছে ৬ লাখ ৮০ হাজার ৪ শ ৫৯ শিক্ষার্থী। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোছাম্মৎ রাশেদা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা প্রাথমিক শিও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version