-->

পুঁজিবাজারে লেনদেনের সময়সূচি পরিবর্তন

অনলাইন ডেস্ক
পুঁজিবাজারে লেনদেনের সময়সূচি পরিবর্তন

পবিত্র রমজান মাস উপলক্ষে পুঁজিবাজারের লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

 

আজ সোমবার (২৭ মার্চ) বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। 

 

নতুন সূচি অনুযায়ী, সোমবার (২৭ মার্চ) পুঁজিবাজারের লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১ঃ৩০ পর্যন্ত।

 

ডিএসইর তথ্য মতে, সকাল ১০টায় যথারীতি লেনদেন শুরু হয়েছে। বিরতিহীনভাবে লেনদেন শেষ হবে দুপুর একটা ২০ মিনিটে।

 

এরপর আরও ১০ মিনিট লেনদেন হবে পোস্ট ক্লোজিং সেশন। সব মিলিয়ে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চলবে।

 

তবে রমজান শেষ হলে আগের মতোই সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে দুপুর আড়াইটায় শেষ হবে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version