-->

পুঁজিবাজারের শেয়ারের দর সংশোধন

অর্থনৈতিক প্রতিবেদক
পুঁজিবাজারের শেয়ারের দর সংশোধন

গত সপ্তাহে সূচকের টানা উত্থানের কারণে বেড়েছিলো তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির শেয়ারদর। এতে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন বিনিয়োগকারীরা। তবে চলতি সপ্তাহের প্রথম দিনেই সূচকের পতন দেখা গেছে। সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে। তবে এতে চিন্তার কিছু নেই বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের অভিমত টানা দর বাড়ার পর শেয়ারের দর সংশোধন হয়েছে। এটা স্বাভাবিক ঘটনা।

 

বাজার বিশ্লেষণ করলে দেখা যায় গত সপ্তাহে শেষের চার দিন টানা উত্থান হলেও সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক বেড়েছে।

 

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৮৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২৩১ পয়েন্টে।

 

এদিকে ডিএসইতে ৪৮৯ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫০৫ কোটি ৫৩ লাখ টাকার। এ হিসাবে গতকাল ১৬ কোটি ৩৬ লাখ টাকার বা ৩.২৪ শতাংশ লেনদেন কমেছে। একইভাবে ডিএসইতে গতকাল ৩৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৬টির বা ৭.৫৮ শতাংশের, শেয়ার দর কমেছে ১৪২টির বা ৪১.৪০ শতাংশের এবং ১৭৫টির বা ৫১.০২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিলো।

 

অন্যদিকে গতকাল ডিএসইতে সবচেয়ে বেশি বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ৫১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে উঠে আসা জেনেক্স ইনফোসিসের ৩২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৭ কোটি ৫১ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে ছিলো ইস্টার্ন হাউজিং।

 

এদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৫৭০ পয়েন্টে। সিএসইতে  ১৪৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৫টির দর বেড়েছে, কমেছে ৫৯টির এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে। একইভাবে সিএসইতে ৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হতে দেখা যায়।

 

ভোরের আকাশ/নি

মন্তব্য

Beta version