-->

বাংলাদেশ-ভূটান বাণিজ্য চুক্তি নতুন যুগের সূচনা

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ভূটান প্রতিনিধি দলের বৈঠক 

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ-ভূটান বাণিজ্য চুক্তি নতুন যুগের সূচনা

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছেন, বাংলাদেশ-ভূটান বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ফলে উভয় দেশের নতুন যুগের সূচনা হয়েছে।

 

বাণিজ্যমন্ত্রী বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশ-ভূটান সচিব পর্যায়ের ৮ম সভায় যোগদানের উদ্দেশ্যে আগত ভূটানের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব দেব দাশো কর্মা শেরিন এর নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

 

বাণিজ্যমন্ত্রী বলেন, ভূটান বাংলাদেশের ঘনিষ্ট বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় ভূটান প্রথম স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছিল, বাংলাদেশ তা সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। বাংলাদেশ ভূটানসহ প্রতিবেশি দেশের সাথে আকাশ পথে যোগাযোগ স্থাপন করতে দেশের সৈয়দপুর বিমান বন্দরকে আঞ্চলিক বিমান বন্দর হিসেবে ঘোষণা করেছে এবং এর প্রয়োজনীয় উন্নয়নের কাজ হাতে নিয়েছে। তৃতীয় দেশের মধ্যদিয়ে ভূটানের সাথে সড়ক যোগাযোগ চালুর ফলে উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন খাতে ব্যাপক আগ্রহ সৃষ্টি হবে।

 

বাণিজ্যমন্ত্রী বলেন, সৈয়দপুর আঞ্চলিক বিমান বন্দর এবং বাংলাবান্ধা ও বুড়িমারি স্থল বন্দুর দিয়ে বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধি পাবে। বাংলাদেশ ও ভূটানের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ উভয় দেশের জন্য লাভ জনক হবে। এছাড়া বাংলাদেশে চার্টার্ড এ্যাকাউনটেন্ট বিষয়ে পড়া লেখার সুযোগ নিতে পারে ভূটান। বাংলাদেশে এ বিষয়ে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা রয়েছে।

 

মন্ত্রী বলেন, গত ২০২০ সালের ০৬ ডিসেম্বর বাংলাদেশ-ভূটান অগ্রাধিতার মূলক বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়েছে। বিগত ০১ জুলাই উভয় দেশ প্রয়োজনীয় এসআরও জারি করেছে। এ চুক্তির ফলে ভূটানের ৩৪টি পণ্য বাংলাদেশের বাজারে এবং বাংলাদেশের ১০০টি পণ্য ভূটানের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। এর ফলে উভয় দেশের মধ্যে প্রত্যাতি হারে বাণিজ্য বৃদ্ধি পাবে।

 

উল্লেখ্য, ঢাকায় গত ১৩-১৪ সেপ্টেম্বর বাংলাদেশ-ভূটান সচিব পর্যায়ের ৮ম সভা অনুষ্ঠত হয়। সভায় বাংলাদেশ পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ নেতৃত্ব দেন। ভূটানের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব দেব দাশো কর্মা শেরিন ভূটানের পক্ষে নেতৃত্ব দেন।

মন্তব্য

Beta version