-->
শিরোনাম

ময়মনসিংহে কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ছিনতাই

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ছিনতাই

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের কেন্দ্র দখল ও ভাঙচুর করে ছয়টি ব্যালট বাক্স ছিনতাই করার ঘটনা ঘটেছে।

 

রোববার (৭ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার সহনাটি ইউনিয়নের ৪০ নম্বর ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নরোত্তম চন্দ্র রায় ভোরের আকাশকে বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ চলছিল। তবে দুপুর আড়াইটার দিকে এক দুর্বৃত্ত এসে একটি কক্ষ থেকে একটি ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়। তারপরও ভোটগ্রহণ চলছিল। বিকেল সোয়া ৪টার দিকে আরও অনেক লোকজন কেন্দ্রে হামলা ও ভাঙচুর করে আরও পাঁচটি ব্যালট বাক্সসহ কেন্দ্রের সব ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি আমাদের সবাইকে একটি কক্ষে অবস্থান করার নির্দেশ দেন। সব ব্যালট বাক্স যেহেতু ছিনতাই হয়ে গেছে, সেখানে ভোট গণনার কোনো প্রশ্নই আসে না। উপজেলা নির্বাহী কর্মকর্তার সিদ্ধান্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

 

কে বা কারা ব্যালট বাক্স ছিনতাই করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমিতো এখানকার লোকাল না। তাই কাউকে চিনতে পারিনি।’

 

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ভোরের আকাশকে বলেন, ওই কেন্দ্রের ফলাফল বাতিল করা হবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

মন্তব্য

Beta version