-->
শিরোনাম

সৈয়দ এহসানুল হুদাকে নিয়ে গেছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ এহসানুল হুদাকে নিয়ে গেছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী
অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা (ফাইল ফটো)।

অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদাকে আটক করে নিয়ে গেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

 

শনিবার বেলা পৌনে ৩টায় সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে থেকে তাকে আটক করে নিয়ে যায়।

 

অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান।

 

তিনি ১২ দলীয় জোটের আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আসেন ।  এ সময় সাদা পোশাকে একটি সাদা মাইক্রোবাসে তাকে নিয়ে যায়।

 

আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ ও ১ দফা দাবী শীর্ষক আলোচনা সভায় ১২ দলীয় জোটের নেতৃবৃন্দের বক্তব্য রাখার কথা। সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্ব করার কথা ছিলো। আনুষ্ঠান শুরুর আগেই তাকে আটক করে নিয়ে যায়।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version