-->
শিরোনাম

পল্লবীতে শ্রমিক দলের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
পল্লবীতে শ্রমিক দলের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর পল্লবীর একটি বাসায় অভিযান চালিয়ে জাতীয়তাবাদি শ্রমিকদলের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় পল্লবীর ১২ নম্বর সেকশনের সি-ব্লক এলাকার ৪ নম্বর রোডের ৩০ নম্বর বাড়িতে গোপন মিটিং করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

 

রোববার বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানা পুলিশ জানিয়েছে গ্রেপ্তারররা আগের দুইটি নাশকতার মামলার আসামি।

 

এ বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. মাহফুজুর রহমান মিয়া বলেন, মিরপুরের ২নং ওয়ার্ড শ্রমিকদলের সাধারণ সম্পাদক নিয়ামত খানের নেতৃত্বে ওই বাসায় মিটিং করছিল সংগঠনটির নেতাকর্মীরা। মিটিংয়ে অংশ নেয়া অনেকেই আমাদের থানার পুরাতন মামলার আসামি। সেখান থেকে ২নং ওয়ার্ড শ্রমিকদলের সাধারণ সম্পাদক নিয়ামত খানসহ ৩২ নেতাকর্মীকে আটক করা হয়।

 

পরে তাদের পৃথক দুইটি মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version