-->

রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগ

রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের নাম ও ছবি ব্যবহার করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশে চ্যারিটির মাধ্যমে অর্থ উত্তোলন করা হয়েছে।

 

তবে সেসব অর্থ আহত শ্রমিকদের না দিয়ে আয়োজক সংগঠনগুলো আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেছেন মানবাধিকার সংগঠন লাভদেশ এর সিইও বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ইয়াসমিন চৌধুরী হ্যাপী।

 

রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে মানবাধিকার সংগঠন লাভদেশ।

 

সংবাদ সম্মেলনে ইয়াসমিন বলেন, ইতিমধ্যে আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধার করে প্রকৃত আহত শ্রমিকদের মাঝে ফিরিয়ে দিতে আওয়াজ ফাউন্ডেশন, ফ্যাশন রেভল্যুশন (ইউকে) এবং ফেয়ার ওয়ার ফাউন্ডেশন নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন তিনি।

 

ইয়াসমিন বলেন, অভিযুক্ত তিনটি সংস্থা রানা প্লাজায় আহত শ্রমিকদের নাম ও ছবি ব্যবহার করে বিদেশ থেকে টাকা সংগ্রহ করেছে। কিন্তু শ্রমিকদের কোনো আর্থিক সহযোগিতা প্রদান করেনি। এমনকি এসব আয়োজনের আগে আহত শ্রমিকদের অনুমতিও নেওয়া হয়নি।

 

তিনি বলেন, ‘প্রায় ৩০টি প্রতিষ্ঠান রানা প্লাজার শ্রমিকদের নামে টাকা তুলছে। এরা একটা চক্রের মতো কাজ করছে। দেশে যাদের বিরুদ্ধে শক্ত প্রমাণ আছে, যাদের অফিস আছে তাদের বিরুদ্ধে মামলা করেছি। আমি লন্ডনেও এদের সঙ্গে জড়িতদের নামে মামলা করব। আমরা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শ্রমিকদের সঙ্গে প্রতারণার সঠিক বিচার চাই।’

 

সংবাদ সম্মেলনে বাদীর আইনজীবী সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ জাকারিয়া বলেন, লন্ডনে কয়েকটি প্রোগ্রামে রানা প্লাজায় আহত মরিয়মের নিখোঁজ বোন শ্যামলীর ছবি ব্যবহার করে তিনটি সংস্থা প্রায় ২৮ কোটি টাকা সংগ্রহ করেছে। সুইজারল্যান্ডের লাউডিস ফাউন্ডেশনের লেসলে জন্সটন এবং আমেরিকান সংস্থা রেড কার্পেট গ্রিন ড্রেসের কাছ থেকে এসব সহায়তা নেয় আওয়াজ ফাউন্ডেশন।

 

মামলা হওয়ার পর সাক্ষী ও রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে জানিয়ে রানা প্লাজা সারভাইভারস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হাসান হৃদয় বলেন, ‘আমাদের অনেক শ্রমিক অসুস্থ, চিকিৎসা পাচ্ছে না। অনেকে ভিক্ষা করেন।

 

এই অবস্থায় যখন জানলাম, আমাদের ছবি ব্যবহার করে বিভিন্ন এনজিও বিদেশে টাকা তুলছে তখন আমরা সবাই মিলে মামলা করলাম। এরপর আমাকে আওয়াজ ফাউন্ডেশনের লোকজন এসে হুমকি দেয়। হত্যাচেষ্টাও করা হয়।’

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রানা প্লাজা ধসে আহত শ্রমিক মাসুদা, মরিয়ম আক্তার, ইয়ানুর, আইনজীবী অ্যাডভোকেট মার্জিনা আমিন চৌধুরী প্রমুখ।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version