-->

এমবিবিএস পাশ না করেই ডাক্তার!

নিজস্ব প্রতিবেদক
এমবিবিএস পাশ না করেই ডাক্তার!

প্রেসক্রিপশনে লেখা ‘ডা. নকুল শীল’। অথচ তার নেই এমবিবিএস বা বিডিএস ডিগ্রি। চট্টগ্রামের আনোয়ারার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের ওয়াহেদ আলী চৌধুরী বাজারের গাউছিয়া মার্কেটে তার চেম্বার। তিনি ঐ চেম্বারে রোগী দেখেন এবং প্রেসক্রিপশন (ব্যবস্থাপত্র) দেন। চলছে তার রমরমা ভুয়া চিকিৎসার ব্যবসা।

 

এ বিষয়ে সিভিল সার্জন (চট্টগ্রাম) ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি অর্জন ব্যতীত কারো নামের শুরুতে ডাক্তার শব্দটি ব্যবহার করার সুযোগ নেই। যদি কেই এমনটি করে থাকেন তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

অভিযোগের বিষয়টি স্বীকার করে ডা. নকুল শীল বলেন, এমবিবিএস, বিডিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও ডা. লেখাটা আমার ভুল হয়েছে। এই ধরনের ভুল আর হবে না।

মন্তব্য

Beta version