-->

তমব্রু সীমান্তে গুলিতে ডিজিএফআই কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক
তমব্রু সীমান্তে গুলিতে ডিজিএফআই  কর্মকর্তা নিহত

বান্দরবন জেলার তমব্রু সীমান্ত এলাকায় মাদক চোরাচালানকারীদের গুলিতে একজন ডিজিএফআই কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন এক র‌্যাব সদস্য।

 

সোমবার রাতে আইএসপিআর থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

আইএসপিআর এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানান, র‌্যাব এবং ডিজিএফআই এর মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে  সোমবার (১৪ নভেম্বর) মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সাথে বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবন জেলার তমব্রু সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়। মাদক চোরাচালানকারীদের সাথে এই সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআই এর একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হন এবং র‌্যাবের একজন সদস্য  আহত হন।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version