-->

রাজধানীর শ্যামপুরে গৃহবধূ খুন, দেবর আটক

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শ্যামপুরে গৃহবধূ খুন, দেবর আটক

রাজধানীর শ্যামপুরে দেবরের দায়ের কোপে নাজমা আক্তার (৩২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। দেবর আবুল কালাম আজাদ সেন্টুকে আটক করেছে পুলিশ।

শনিবার (৪ জুন) সকালে আইসি গেট এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় নাজমা আক্তারকে স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল আলম জানান, নাজমা আক্তারের স্বামীর নাম আবুল কাশেম সেলিম।

প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের কারণে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই ঘাতক দেবর আবুল কালাম আজাদ সেন্টুকে আটক করা হয়েছে।

স্বজনরা জানান, সকালে বাসায় নাজমা রান্না ঘরে নাস্তা তৈরি করছিল। তখন দেবর সেন্টু দা দিয়ে নাজমার পিঠ, বুকসহ শরীরে কয়েকটি  স্থানে আঘাত করে। এ সময় তাকে বাঁচাতে গেলে নিহতের আরেক দেবর নাসির আহমেদ সোহেল (৩০) ও দেবরের স্ত্রী সাদিয়া আক্তার রিমা (২৫) আহত হন। পরে স্বজনরা তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। তবে পথেই মারা যান নাজমা।

নাজমার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

মন্তব্য

Beta version