বরিশালে

হাতি দিয়ে চাঁদাবাজি ও লাইসেন্স নবায়ন না করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বরিশাল ব্যুরো
হাতি দিয়ে চাঁদাবাজি ও লাইসেন্স নবায়ন না করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বরিশাল নগরীতে হাতি দিয়ে চাঁদাবাজি এবং হাতি পালনের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ায় মাহুতকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের প্রতি অসম্মান ও চ্যালেঞ্জও করেছিলেন তিনি। প্রথমে নামতে বলায় তিনি অস্বীকৃতি জানান। পরে ধাওয়া করে নগরীর রূপাতলি হাউজিং এলাকা থেকে তাকে আটক করা হয়।

গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম শান্তুনু এ জরিমানা করেন বলে সামাজিক বনবিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব নিশ্চিত করেছেন।

দণ্ডিত মাহুত মো. রাব্বি (২২) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট গ্রামের বাসিন্দা। তার কাছে থাকা হাতিটি মৌলভীবাজারের জুড়ী উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের হাজী মইন উদ্দীনের মালিকানাধীন। ১২ বছর পাঁচ মাস বয়সি মাদি হাতিটির নাম ‘ফুল সুন্দরী’।

হাতি দিয়ে চাঁদাবাজি ও লাইসেন্স নবায়ন না করার অভিযোগ

সামাজিক বনবিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব জানান, মাহুত রাব্বি বরিশালের বানারীপাড়া থেকে হাতি নিয়ে কুয়াকাটার উদ্দেশে রওনা দেন। নগরী অতিক্রমের সময় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও পথচারীদের কাছ থেকে হাতির মাধ্যমে চাঁদা আদায় করেন তিনি।

খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা নগরীর সাগরদী এলাকায় মাহুতকে থামানোর সংকেত দেন। কিন্তু তিনি সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে রূপাতলী হাউজিং এলাকার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে তাকে আটক করা হয়।

পরে তদন্ত করে দেখা যায়, মাহুত রাব্বির কাছে থাকা হাতির ‘পজেশন সার্টিফিকেট’ মেয়াদোত্তীর্ণ। ভ্রাম্যমাণ আদালত মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, হাতিকে সার্কাসে ব্যবহারের অভিযোগ এবং চাঁদাবাজির দায়ে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

জরিমানার টাকা পরিশোধের পর এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার মুচলেকা দিয়ে মাহুতকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব।

হাতি পালনের লাইসেন্স সংক্রান্ত নিয়ম

বাংলাদেশে হরিণ, হাতি, ময়ূর ও কুমির পালনের জন্য বনবিভাগের কাছ থেকে অনুমতি নিতে হয়, যা ‘পজেশন সার্টিফিকেট’ নামে পরিচিত। এই সার্টিফিকেট প্রতি বছর নবায়ন করতে হয়।

মন্তব্য