ভোলার চরফ্যাশনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, রক্তদান কর্মসূচি এবং আলোচনা সভার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
বুধবার সকাল থেকেই পৌর ছাত্রদল, কলেজ ছাত্রদল এবং উপজেলার ২১টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল ফ্যাসন স্কয়ারে এসে জমায়েত হয়। এসময় কয়েক হাজার নেতাকর্মী বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফ ফরাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. এহসান উল্লাহ শোভন, সদস্য সচিব কাজী অনিক, পৌর ছাত্রদলের আহ্বায়ক নুর উদ্দিন আখন, সদস্য সচিব ইয়াজুল ইসলাম ইয়াজ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান এবং সদস্য সচিব মেহেদী মিয়াজী। এছাড়াও উপজেলা ছাত্রদলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, “শারীরিক ও মানসিকভাবে সুস্থ-সুন্দর প্রজন্ম গঠন করাই ছাত্রদলের মূল নীতি ও লক্ষ্য। শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ছাত্রদল সর্বদা প্রস্তুত।” তারা আরও জানান, “স্থানীয় নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে চরফ্যাশনের সন্তান, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাইয়ের হাতকে শক্তিশালী করতে একটি আধুনিক উপজেলা ছাত্রদল গঠন করা হবে।”
ভোরের আকাশ/রন
মন্তব্য