চট্টগ্রাম নগরীতে ১০ বছরের সাজা এড়াতে ১৩ বছর আত্মগোপনে ছিলেন এক যুবক। অবশেষে র্যাবের হাতে গ্রেফতার হয়েছে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক সেই আসামী। গ্রেফতার হওয়া আসামীর নাম মোঃ জসিম উদ্দিন, প্রকাশ রানা। গ্রেফতার আসামী মোঃ জসিম উদ্দিন, প্রকাশ রানা (৩৬), বায়েজিদ বোস্তামী থানার মৃত আঃ মালেক (লেদু) এর ছেলে।
গতকাল সোমবার (৯ ডিসেম্বর) গোপন সংবাদের মাধ্যমে তাকে নগরী থেকে গ্রেফতার করা হয় বলে জানায় র্যাবের গণমাধ্যম। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব জানায়, সাজাপ্রাপ্ত আসামী মোঃ জসিম উদ্দিন, প্রকাশ রানা (৩৬), বায়েজিদ বোস্তামী থানার মৃত আঃ মালেক (লেদু) এর ছেলে। তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে এবং সূত্রে বর্ণিত মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৩ বছর চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
ভোরের আকাশ/রন
মন্তব্য