ফেনীর ছাগলনাইয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সহযোগিতায় সোমবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমা।
এতে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: মনিরুজ্জামান মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মন্নান, ছাগলনাইয়া থানার পরিদর্শক (এস আই) মো: রুবেল, সাংবাদিক আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গাজী রাজ্জাক হোসেন সুমন, সদস্য নুরের ছাফা প্রমুখ।
ভোরের আকাশ/রন
মন্তব্য