-->

বিয়ের দাওয়াতে যাওয়ার পথে লাশ হয়ে ফিরলো রাকিব

সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি
বিয়ের দাওয়াতে যাওয়ার পথে লাশ হয়ে ফিরলো রাকিব

চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে এবং অপর আরেকজন মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া নয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল আরোহী মো. রাকিব (২১) সাতকানিয়া উপজেলার ৮নং ঢেমশা ইউনিয়নের দক্ষিণ ঢেমশা ২নং ওয়ার্ডস্থ হাজারখীল এলাকার রাজমিস্ত্রী নুরুল ইসলামের ছেলে। আহত আরিফ (২১) একই এলাকার জামাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব ও আরিফ এবং আরও দু’জন বন্ধু ছিল তাদের সাথে, রাকিব সাতকানিয়া সরকারি কলেজের শিক্ষার্থী। ঘটনার সময় বাড়ি থেকে দু’জনে দুটি মোটর সাইকেল নিয়ে আমিরাবাদে একটি বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন। সাথে ছিল গিফট। যাওয়ার পথে দ্রুতগামী একটি ঈগল বাস ধাক্কা দিলে তারা মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলে রাকিব প্রাণ হারায়। আহত আরিফকে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version