-->

আবদুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
আবদুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

সন্দ্বীপের সমাজ সেবামলক সংগঠন আবদুল মালেক চেয়ারম্যান লেদু চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা- ২০২৪ প্রথম বারের মত সাউথ সন্দ্বীপ কলেজে ২৯ নভেম্বর (শুক্রবার ) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রভাষক আবদুল মান্নান ও কেন্দ্র সচিব প্রধান শিক্ষক আবদুল হান্নান জানান, উক্ত পরীক্ষায় ১৩টি হাই স্কুল ও ৬২টি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির সর্বমোট ৯৮৬ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে। শ্রেনি অনুযায়ী অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর সংখ্যা- চতুর্থ শ্রেণি ৩১২ জন, ৫ম শ্রেণী ৩৩২ জন, ৬ষ্ঠ শ্রেণি ১৯৪ জন এবং ৮ম শ্রেণির ১৪০ জন।

পরিক্ষা পদ্ধতি ও কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন, সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া, সীতাকুণ্ড তাহের-মনজুর কলেজের সাবেক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, সাউথ সন্দ্বীপ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ বি এম ফিরোজ খান, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসিফ আকতার, আহসান জামিল টেকনিক্যাল সেন্টারের অধ্যক্ষ কামরুল হাসান, পরীক্ষার সমন্বয়ক ও আবদুল মালেক লেদু চেয়ারম্যান ফাউন্ডেশনের পরিচালক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক নিহার রঞ্জন নাথ ও মাইন উদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান সাইফুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হাসান সজিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, পরীক্ষা ব্যবস্হপনা কমিটির আহ্বায়ক প্রভাষক কাজী মাহবুবুর রহিম, সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউল হাসান শিবলু, সাংবাদিক বাদল রায় স্বাধীন, শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ ২০১৩ সাল থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহযোগী সম্পাদক ইলিয়াছ সুমন, সদস্য মোঃ শোয়াইব, ইবনুর সারমান ইরান, নজরুল নাইম, নাইমুর রহমান দুর্জয়, কিরণ আলী, মামুনুর রশিদ, মোঃ নাছির পনির প্রমুখ।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version