-->

বিজয় সিংহে উৎসবমুখর পরিবেশে দিপালী বৃত্তি পরীক্ষা

ফেনী জেলা প্রতিনিধি
বিজয় সিংহে উৎসবমুখর পরিবেশে দিপালী বৃত্তি পরীক্ষা

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পশ্চিম বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম বিজয় সিংহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দিপালী যুব সংঘ আয়োজিত দিপালী বৃত্তি পরীক্ষা শুক্রবার উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ৩য় থেকে ৫ম শ্রেণির প্রায় সাড়ে সাতশো পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে পরীক্ষা উদ্বোধন করেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এয়াকুব নবী। বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির।

দিপালী যুব সংঘের প্রধান পৃষ্ঠপোষক ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিকের সার্বিক তত্ত্বাবধানে দিপালী বৃত্তি পরীক্ষা আয়োজক কমিটির সভাপতি কাবুল হোসেন কাবুল মেম্বারের সভাপতিত্বে ও মাস্টার সিরাজুল ইসলামের সঞ্চালনায় পরীক্ষা হলের বাইরে আগত অভিভাবক ও সুধী মহলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু ও বিশিষ্ট শিক্ষানুরাগী কামাল উদ্দিন এমএ। এছাড়াও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, শিক্ষক নেতা তৌহিদুল ইসলাম তুহিন, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী মো. হানিফ প্রমুখ।

পরীক্ষা নিয়ন্ত্রক মাস্টার পেয়ারুল ইসলাম মজুমদার জানান, উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত প্রতিযোগিতা মূলক এই পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির সাড়ে সাতশো জন শিক্ষার্থী অংশ নেন। এসময় ফেনী সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, শিক্ষার্থীদের অভিভাবক ও দিপালী সংঘের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এয়াকুব নবী বলেন, বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এই জাতির মেরুদন্ড ভেঙে দিতে চেয়েছিল। আগামী প্রজন্মের মেধার সঠিক বিকাশে এবং পড়ালেখামুখী করতে এধরণের প্রতিযোগিতা মূলক বৃত্তি পরীক্ষা আয়োজন খুব ভালো উদ্যোগ। আগামীতে এই আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা করেন।

পরীক্ষা হলের বাইরে আগত অভিভাবক ও সুধীজনের জন্য প্যান্ডেল করে সমাবেশের আয়োজন করা হয়েছে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তত্ত্বাবধানে পরীক্ষা গ্রহণ ও কাগজকেটে মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বলে আয়োজক কমিটির সভাপতি কাবুল হোসেন কাবুল মেম্বার জানিয়েছেন।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version