জামালপুরে বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগের ১১৯ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।বুধবার জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানী জামালপুর সদর থানায় এই মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর জামালপুর শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠ সংলগ্ন জগবন্ধু প্রাথমিক বিদ্যালয়ে লাঠিসোটা, দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র নিয়ে একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করে জেলা আওয়ামী লীগের নেতারা। এই ঘটনায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, সহ সভাপতি ফারুক আহাম্মেদ চৌধূরী, আতিকুর রহমান ছানা, জি এস এম মিজানুর রহমান, সোহরাব হোসেন বাবুল, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, যুব বিষয়ক সম্পাদক আনোয়ার করিম নাঈম রহমান, সদস্য রেজাউল করিম রেজনু, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি খাবির বাবু, সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বীসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের ১১৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এই মামলা দায়ের করা হয়।
জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো: আতিক মামলার দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য