-->
শিরোনাম

জামালপুরে বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি
জামালপুরে বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত

আওয়ামী লীগ সরকার পদত্যাগ করায় ছাত্র জনতার আন্দোলনে বিজয়ী হয়ে দীর্ঘ সতের বছর পর জামালপুর জেলা বিএনপি’র আয়োজনে মঙ্গলবার বিকেলে দিকে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে হাজার হাজার নেতাকমী নিয়ে সমাবেশ করেন বিএপির নেতৃবৃন্দ।

বিএনপির সমাবেশের সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. ফজলুল হক। প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক লোকমান আহম্মেদ খান লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আসাদুজ্জামান রুমেল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. আব্দুল্লাহ আল মাসুদ, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মো. আব্দুস সোবাহান প্রমুখ।

সভা সঞ্চালনা করেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব। সমাবেশে জেলা বিএনপি, জেলা যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ পদত্যাগ করলেও কোথাও যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে সকল নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে। প্রতিটি গ্রামে বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে নিরাপত্তা গড়ে তুলতে হবে। বিএনপি লুটপাটে রাজনীতিতে বিশ্বাসী না। সকলে মিলে আগামীতে সুষ্ঠ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। সমাবেশ শেষে বিএনপির সকল নেতাকমীর্দের নিয়ে শপথ বাক্য পাঠ করান সমাবেশের প্রধান অতিথি অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version