-->
শিরোনাম

সুনামগঞ্জে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক শহীদনূর আহত

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক শহীদনূর আহত

সুনামগঞ্জে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন আরটিভি ও দৈনিক সিলেটের ডাকের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শহীদ নূর আহমেদ। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে জেলার শান্তিগঞ্জ উপজেলায় সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার ঘটনায় আহত সাংবাদিক শহীদ নূর আহমেদ এক ভিডিও বার্তায় জানান, শান্তিগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গেলে পূর্ব আক্রোশের জেরে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নূর হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেনের লোকজন তাঁর উপর অতর্কিত হামলা চালিয়েছে।

শহীদ নূরের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সুনামগঞ্জ জেলা ও শান্তিগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবী জানিয়েছেন তাঁরা।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version