-->

গাজীপুরের পরিবেশ সুরক্ষায় নাগরিক সংলাপ

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের পরিবেশ সুরক্ষায় নাগরিক সংলাপ
উন্নত বাংলাদেশ গড়তে হলে স্মার্ট বিনিয়োগ সেবা গ্রহণ করতে হবে। ছবি- কামরুজ্জামান মজুমদার

বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট এর উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রের সেমিনার রুমে গাজীপুর জেলায় পরিবেশ সুরক্ষা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।

বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস), বাংলাদেশ প্রকৃতি সংরক্ষণ জোট (বিএনসিএ) এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে সকাল ১০টায় শুরু হওয়া এ সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষনা ইন্সটিটিউট এর পরিচালক জনাব মাকসুদুর রহমান।

পরিবেশ সুরক্ষার গুরুত্বপূর্ণ এ সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বায়ুমন্ডলীয় দূষন অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জমান মজুমদার। মূল প্রবন্ধে তিনি বায়ূ দূষণ, শব্দ দূষণ, দৃষ্টি দূষণ সহ পরিবেশ নানাবিধ অসংগতি নিয়ে তার গবেষণালব্দ ফলাফল উপস্থাপন করেন। তিনি তার বক্তব্যে বলেন, ক্যাপস এর গবেষণা অনুযায়ী ২০২১ সালে বাংলাদেশের ৬৪ জেলার গড় অতিক্ষুদ্র বস্তুকণা২.৫ ছিল প্রতি ঘনমিটারে ১০২.৪১ মাইক্রোগ্রাম, যা দৈনিক আদর্শ মানের চেয়ে প্রায় ১.৫৭ গুণ বেশি। পর্যবেক্ষণ অনুযায়ী, ৬৪ জেলার মধ্যে গাজীপুর জেলায় সবচেয়ে বেশী দূষণ পরিলক্ষিত হয় যার মান ছিল প্রতি ঘনমিটারে ২৬৩.৫১ মাইক্রোগ্রাম। গাজীপুর জেলা শহরের শব্দমান জরিপ ফলাফল থেকে দেখা যায় যে, দিনের বেলায় সর্বোচ্চ শব্দমান (Leq) ৮০.৫ ডেসিবেল পাওয়া গেছে আজিমুদ্দিন কলেজের সামনে। সবাই মিলে দূষণ প্রতিরোধ করতে হবে এবং নিজ নিজ জায়গা থেকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আরবান প্রোগ্রামের ক্যাম্পেইন কোঅর্ডিনেটর মীর রেজাউল করিম এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের টঙ্গী আরবান প্রোগ্রামের ম্যানেজার জনাব মানস বিশ্বাস। তিনি শিশুদের জন্য পরিবেশ দূষণ কমিয়ে বাসযোগ্য করার জন্য সুশীল সমাজ ও গবেষকদের প্রতি আহবান জানান। উক্ত নাগরিক সংলাপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন জনাব মাহমুদা আখতার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থপনা কর্মকতা জনাব সোহেল রানা; বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. রুহুল আমিন। এছাড়াও উক্ত সংলাপে আরও উপস্থিত ছিল সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্রছাত্রীবৃন্দ, পরিবেশ কর্মী সহ অন্যান্য অংশগ্রহণকারী। অনুষ্ঠান শেষে শিশুদের জন্য পরিবেশ সুরক্ষা, বায়ু, পানি, শব্দ দূষন কমাতে সবাই কার্যকর পদক্ষেপ নিতে শপথ গ্রহন করেন।

মন্তব্য

Beta version