-->

২ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

শরীয়তপুর প্রতিনিধি
২ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

শরীয়তপুর-ঢাকা সড়কের পদ্মা দক্ষিণ থানাধীন আব্দুল মজিদ বেপারী কান্দি গ্রামের প্রাইমারী স্কুল সংলগ্ন রাস্তায় শনিবার ভোরে প্রাইভেটকার ও মোটরসাইকেল থামিয়ে ডাকাতিকালে ২ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে গাড়ির যাত্রী ও স্থানীয়রা।

 

আটককৃত ডাকাতরা হলেন, জেলার নড়িয়া উপজেলার ঘড়িসার এলকার জীবন বেপারী ও বরিশালের গৌরনদী উপজেলার বদরপুর গ্রামের রিপন মৃধা।

পদ্মা দক্ষিণ থানার ওসি (তদন্ত) এনামুল হক শিমুল বলেন, শনিবার ভোরে উক্ত এলাকায় ৪/৫ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে প্রাইভেটকার ও মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় গাড়ির যাত্রীরা নেমে ডাকাত দলের ২ সদস্যকে আটক করে গণধোলাই দেয়।

 

সংবাদ পেয়ে পদ্মা দক্ষিণ থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version