-->

ছোটভাইকে হত্যা মামলায় মেজভাই আটক

জয়পুরহাট প্রতিনিধি
ছোটভাইকে হত্যা মামলায় মেজভাই আটক

আপন ছোটভাই সাজু হোসেনকে হত্যার অভিযোগে করা মামলায় আসামি মেজভাই রাজু হোসেনকে আটক করেছে র‌্যাব।

 

শনিবার ভোর সাড়ে ৫টায় নওগাঁর বদলগাছী উপজেলার দরিয়াপুর এলাকায় নিজ বাড়ি থেকে আটক করেছে র‌্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

 

আটক রাজু ওই এলাকার মৃত বেলাল হোসেনের ছেলে।

 

মামলার বরাত দিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, ৬ ডিসেম্বর বিকেলে আপন সহোদর রাজু হোসেন ও সাজু হোসেনের মধ্যে মোটরসাইকেল কেনা নিয়ে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে রাজু তার ছোটভাই সাজুকে লক্ষ্য করে ইট ছুঁড়ে মারলে সে মারাত্মক আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

র‌্যাব-৫ সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার ভোর সাড়ে ৫টায় তাকে নিজ বাড়ি থেকে আটক করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version