-->
রাজশাহী মেডিকেল

আইসিইউতে ৪ ডেঙ্গু রোগীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
আইসিইউতে ৪ ডেঙ্গু রোগীর মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তাদের মৃত্যু হয়। এর আগে একদিনে দুজনের মৃত্যুর রেকর্ড ছিল। এ নিয়ে রামেক হাসপাতালে এ বছর ডেঙ্গুতে মৃত্যু ৩৪ জনের।

 

মৃতরা ব্যক্তিরা হলেন, নাটোরের বড়াইগ্রাম উপজেলার আসগর আলীর ছেলে রাবিউল ইসলাম (৪২), নওগাঁর আত্রাই উপজেলার মো. সাকিমের ছেলে মো. ফারুক (৪৩), রাজশাহীর বাঘা উপজেলার জিল্লুর রহমানের ছেলে মো. আরাফাত (১৪) ও রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ফণিন্দ্রনাথ চক্রবর্তীর ছেলে পুলক কুমার চক্রবর্তী (৭০)।

 

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ ভোরের আকাশকে জানান, যারা মারা গেছে তাদের একজন সম্প্রতি ভারত গিয়েছিলেন। এছাড়া বাকিদের কোনো ভ্রমণ ইতিহাস নেই। তারা স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। জ্বর নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে তাদের অবস্থার অবনতি হলে আইসিইউতে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তারা।

 

তিনি বলেন, ডেঙ্গু জ্বর নিয়ে এখন পর্যন্ত রামেকে ভর্তি হয়েছেন ৫ হাজার ১৭ জন রোগী। এরমধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৬৮ জন। বাকিরা রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৮৫৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৮ জন। বর্তমানে আরও ১২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version