-->

বয়স্ক ও প্রতিবন্ধীদের ভাতায় প্রতারক চক্র

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
বয়স্ক ও প্রতিবন্ধীদের ভাতায় প্রতারক চক্র

মোহনগঞ্জ উপজেলায় সাড়ে সতেরো হাজার বয়স্ক ও প্রতিবন্ধীদের ভাতার টাকা হাতিয়ে নিতে সক্রিয় হয়ে উঠেছে একটি প্রতারক চক্র। উপজেলা সমাজসেবা অফিসে এমন অভিযোগ করেন, মামুদপুর গ্রামের বয়স্ক ভাতাভোগী মো. তোতা মিয়া।

 

তিনি বলেন, রোববার রাতে তাকে সমাজসেবা অফিসার পরিচয় দিয়ে কেউ তার ফোনে নগদ অ্যাকাউন্টের অটিপি নিয়ে যায়। সমাজসেবা অফিসার মো. মাসুল তালুকদার জানান, তোতা মিয়ার আগে পৌর এলাকার উন্মে হাবিবা নামে এক প্রতিবন্ধীর কাছে ফোন দিয়ে তার পিন নম্বরসহ বিভিন্ন কাগজপত্র চান চক্রের সদস্য।

 

মাসুল তালুকদার বলেন, বিভিন্ন উপজেলায় চক্রের সদস্যরা ভাতাভোগীদের প্রতারণায় ফেলে তাদের ভাতার টাকা হাতিয়ে নেয়। মোহনগঞ্জ উপজেলায় বয়স্ক, প্রতিবন্ধী, বিধবাসহ বিভিন্ন ক্যাটাগরিতে ১৭ হাজার ৬৯২ জনকে ১৩ কোটি ৫৭ লাখ ৯০ হাজার ৮০০ টাকা ভাতা দেয়া হয় প্রতি বছর।

 

এসব টাকা ভাতাভোগীর ফোনে নগদ অ্যাকাউন্টে চলে আসে। সেই টাকা হাতিয়ে নিতে চক্রের সদস্যরা অনেককেই ফোন দিয়ে অ্যাকাউন্টের তথ্য নিয়ে যায়। পরে এসব অ্যাকাউন্টে টাকা ঢোকা মাত্রই তুলে নেয় প্রতারক চক্র।

 

ভোরের আকাশ/অ

মন্তব্য

Beta version