-->
শিরোনাম

১৫ বছরে চুয়াডাঙ্গায় অভূতপূর্ব উন্নয়ন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৫ বছরে চুয়াডাঙ্গায় অভূতপূর্ব উন্নয়ন

বাংলাদেশের সর্ব দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভারতীয় সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। উত্তরে কুষ্টিয়া জেলা, পশ্চিমে মেহেরপুর জেলা, পূর্বে ঝিনাইদহ ও দক্ষিণে যশোর জেলা অবস্থিত। স্বাধীনতার সুতিকাগার আন্দোলনে চুয়াডাঙ্গা জেলার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ জেলায় সংসদীয় দুটি আসনে নারী-পুরুষ ও শিশু মিলে মোট জনসংখ্যার পরিমাণ ১২ লাখ ৩৪ হাজার ৬৬ জন। চুয়াডাঙ্গা সদর উপজেলা আলমডাঙ্গা উপজেলা, জীবন নগর উপজেলা ও দামুড়হুদা উপজেলাসহ ৪টি উপজেলার মোট ভোটার রয়েছে ৮ লাখ ৫২ হাজার ৭৫৭ জন। বর্তমান সরকারের ১৫ বছরের সফল পরিচালনায় এ জেলার সাধারণ মানুষ বিভিন্ন উন্নয়নের সাক্ষী হয়েছে আজ।

 

বর্তমানে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হওয়ার কারণে কৃষিপণ্য দ্রুত বাজারজাতকরণের মাধ্যমে কৃষিভিত্তিক এ জেলার কৃষকদের ভাগ্য বদলে গেছে এখন। এ ছাড়াও বর্তমান সরকার চুয়াডাঙ্গা জেলার নতুন শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, স্বাস্থ্য খাত উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন ও অবকাঠামোগত উন্নয়নসহ রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ফায়ার সার্ভিস স্টেশন ও মডেল মসজিদ নির্মাণ করে জেলার সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

 

চুয়াডাঙ্গার ৪টি উপজেলায় কয়েকশ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মাণ ও শিক্ষাব্যবস্থা উন্নত করায় বর্তমানে শিক্ষার্থীরাও এর সুফল ভোগ করছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাওয়ায় জনগণের জীবনমান আরও সহজ হয়েছে। জেলার কৃষি খাতে উৎপাদন বেড়েছে এখন দ্বিগুণ। এ ছাড়াও চুয়াডাঙ্গা জেলার স্বাস্থ্যসেবার খাত উন্নয়নের মাধ্যমে প্রতিনিয়ত রোগীরা বিনামুল্যে চিকিৎসা সেবা নিচ্ছেন।

 

চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীর ওপর নির্মিত সেতুটি এখন জেলার উন্নয়নের নতুন মাইলফলক। এ ছাড়াও সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে আধুনিক মানের রেলওয়ে স্টেশন নির্মাণের কাজ শুরু হয়েছে ইতোমধ্যেই। শহরে রেলগেটের রাস্তায় যানবহনের দীর্ঘ লাইন নিরোধের জন্য ৭৫ কোটি টাকা ব্যয়ে রেলওয়ে ওভারপাস নির্মাণকাজ শুরু হয়েছে।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version