-->
শিরোনাম

আখাউড়া স্থলবন্দরে দু'দিন আমদানি-রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আখাউড়া স্থলবন্দরে দু'দিন আমদানি-রপ্তানি বন্ধ

বিশ্বকর্মা পূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দু'দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।

 

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত। তবে বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার ও কাস্টমসের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন ও কাস্টমস কর্তৃপক্ষ।

 

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, দু'দিন আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে বলে ভারতীয় ব্যবসায়ীরা আগেই চিঠি দিয়ে জানিয়েছেন।

 

আগামী বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মাধ্যমে ফের বাণিজ্য কার্যক্রম শুরু হবে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version