-->

বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সর্বত্র মোবাইলে মোবাইলে চলছে জমজমাট জুয়া। এতে বিপথগামী হচ্ছে ছাত্র ও যুবসমাজ। এ উপজেলার যুবসমাজ রক্ষায় অগ্রগামী ভূমিকা পালন করছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান।

 

সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

ওসি জানান, উপজেলার বিভিন্ন হাট-বাজার, ছোট-বড় দোকানে, খেলার মাঠে, স্কুল মাঠে বা ক্লাব ঘরে চলছে এসব জুয়া। সচেতন নাগরিকরা মনে করছে এর ফলে ছাত্র ও যুবসমাজ নষ্টের পথে যাচ্ছে। এসব জুয়াকে এখনই বন্ধ না করলে বিপথগামী হবে যুবসমাজ।

 

এদিকে মাদক, সন্ত্রাস, জুয়া, বাল্যবিয়ে, ইভটিজিংসহ অপরাধ নির্মূলে ওসি মোস্তাছিনুর রহমানের নেতৃত্বে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

 

২৩ মে থেকে ৩১ মে পর্যন্ত চলমান বিশেষ অভিযানে হত্যা মামলা, মাদক, জুয়াসহ নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৪৫ জনকে।

 

তাদের মধ্যে জুয়া আইনে ১৯ জন, হত্যা মামলায় একজন, মাদক মামলায় তিনজন, চুরির মামলায় ছয়জন, ৩৪ ধারায় ১১ জন ও নিয়মিত মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মাদকদ্রব্যসহ একটি আর ওয়ান ফাইভ মোটর বাইক উদ্ধার করা হয়েছে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version