-->

আখাউড়ায় মুদি ও মুরগীর দোকানে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আখাউড়ায় মুদি ও মুরগীর দোকানে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান এ জরিমানা করেন।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অতিরিক্ত দামে পণ্য বিক্রি করার দায়ে দুই মুদি দোকানিকে ২ হাজার করে ৪ হাজার টাকা এবং দু'টি পোল্ট্রি মুরগির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ ও অতিরিক্ত দামে মুরগী বিক্রি করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাজার ঠিক রাখতে জনস্বার্থে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।'

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version