-->

জয়পুরহাটে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে বাংলা ইশারা ভাষা দিবস পালিত
বাংলা ইশারা ভাষা দিবসে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ

‘বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন’ স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।

 

মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসনের কার্যালয়ে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা উপপরিচালক ইমান হোসেন, সদর উপজেলার চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, বেসরকারি সংস্থা এসোর নির্বাহী পরিচালক মতিনুর রহমান, একশন এবং লাইটের চেয়ারম্যান ড. সাজেদুল বারি প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে বাংলা ইশারা ভাষা দিবস ঘোষণা করেন। ভাষা আন্দোলনের মাসে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

 

সবক্ষেত্রে বাংলা ইশারা ভাষার ব্যবহার এবং শ্রবণ প্রতিবন্ধী, বুদ্ধিপ্রতিবন্ধীসহ সব প্রতিবন্ধীর প্রতি বিশেষ নজর দেয়ার আহব্বান জানান। জেলায় বাংলা ইশারা ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন তারা।

 

এ ছাড়াও নেতৃবৃন্দ বলেন, জয়পুরহাট জেলায় ৭টি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় আছে। প্রত্যেক বিদ্যালয়ে শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ ব্যবস্থা করতে হবে।

 

আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। সমাজে যেসব বাক ও শ্রবণ প্রতিবন্ধী তাদের লেখাপড়া শিখাতে উৎসাহ প্রদান করতে হবে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version