-->

দুই টাকায় শীতবস্ত্র

দিনাজপুর প্রতিনিধি
দুই টাকায় শীতবস্ত্র

কনকনে শীতের সকালে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলোকে উষ্ণতা ছড়িয়ে দিতে শীতবস্ত্র হাতে পাশে দাঁড়িয়েছে শিক্ষার্থীরা। পকেট খরচ বাঁচিয়ে জমানো টাকা দিয়ে মানুষের মুখে হাঁসি ফুটাতে ব্যস্ত তরুণরা।

 

তারা জানান, এটা কোনো দান নয়, অস্বচ্ছল মানুষদের কিনে নিতে হচ্ছে এসব শীতবস্ত্র। তবে এসব শীতবস্ত্রের মুল্য দুই টাকা।

 

এমন ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়নে গতকাল শুক্রবার সকাল থেকেই ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণে ব্যস্ত শিক্ষার্থীরা। তারা জানান অসহায় মানুষের পাশে দাঁড়াতে গড়ে তুলেছেন স্বেচ্ছাসেবী সংগঠন। নাম দিয়েছেন ‘বাস্তবায়ন”’। শিক্ষা জীবনে ভালো কিছু শুরু করে মানুষের কষ্ট লাঘবের মধ্য দিয়ে আত্মতৃপ্তির কথা জানান ওই শিক্ষার্থীরা ।

 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বাস্তবায়ন”’এর প্রতিষ্ঠাতা মাশুক রহমান প্রান্ত, সভাপতি মাহির ফয়সাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাশরাফি আলম ইস্তি, সদস্য সায়মা আফজাল সাফিয়া, শাহারিয়ার বিপ্লব, ইহতেশাম মুহিব রুপম, রিজ্জাতুল আত্বিন রুদ্র।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version